Hazrat Umar (ra.): Biography

Islamic Women

মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৩

মিসরে রাজধানী কায়রোতে মুরসি সমর্থকদের ওপর গুলি চালিয়েছে সেনাবাহিনী

 মিসরে  রাজধানী কায়রোতে মুরসি সমর্থকদের ওপর গুলি চালিয়েছে সেনাবাহিনী  



 মিসরে  রাজধানী কায়রোতে মুরসি সমর্থকদের ওপর গুলি চালিয়েছে সেনাবাহিনী।  এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে  ৫১ জনে আহত প্রায় ৫০০ জন।
মুরসি সমর্থকরা প্রেসিডেন্টাল গার্ড ব্যারাকের সামনে বিক্ষোভ করার সময় সেনাবাহিনী তাদের ওপর গুলি চালায় বলে দাবি করছে মুসলিম ব্রাদারহুড। ওই ব্যারাকে মুরসিকে আটকে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ব্রাদারহুডের রাজনৈতিক  শাখা ফ্রিডম এন্ড জাস্টিস পার্টির মুখপাত্র মুরাদ আলী বলেন, সোমবার সকালে রিপাবলিকান গার্ডের সদরদপ্তরের বাইরে মুরসি সমর্থকদের ক্যাম্পকে লক্ষ্য করে গুলি করা হয়।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, সেনা অভ্যুত্থানে মুরসির ক্ষমতাচ্যুতির পর এ নিয়ে নিহতের সংখ্যা ৭০ জন ছাড়িয়ে গেল।
রাজধানীর নাসর সিটি এলাকায় কয়েক লাখ মুরসি সমর্থক তাকে ক্ষমতায় পুনঃপ্রতিষ্ঠা করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে। 

কিভাবে ইসলাম প্রিয় মানুষ গুলোকে গুলি করসে দেখুন  _-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_ 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন