Hazrat Umar (ra.): Biography

Islamic Women

বুধবার, ৮ মে, ২০১৩

হাসুন প্রাণ-খুলে  

 

Banglaboipora 

এক জন বাস ড্রাইভার রাস্তায় নতুন একটা নোটিশ দেখে তা পড়ার জন্য বাস
থামাল,
সাথে সাথে ট্রাফিক এসে জিজ্ঞেস করল
- অই
বেটা বাস থামালি কেন?
দেখস না বাস থামান নিষেধ।
-নতুন লাগাইসেন, দেহনের জন্যই
তো থামাইলাম।
-বেয়াদপ, মুখে মুখেতর্ক করস? দে ৫০০
টেকা দে!!!
২য় দিন বাস ড্রাইভার আজ বাস
না থামিয়ে চলে যাচ্ছিল, তবু
ট্রাফিক থামাল।
- সার আইজ ত থামাই নাই আটকাইলেন ক্যান?
- থামাস নাই ঠিকই, তয় থামানের
চিন্তা নিশ্চই করছস।
- এইহানে যাত্রী একটু বেশি পাওয়া যায়, তাই
একবার চিন্তা করসিলাম।
- চিন্তা করলি ক্যান, দে ৫০০ টেকা দে!!!
৩য় দিন, বাস ড্রাইভার আজও বাস
না থামিয়ে চলে যাচ্ছিল, ট্রাফিক থামাল।
- সার আইজ ত থামাই নাই থামানের চিন্তাও
করি নাই, আইজ আটকাইলেন ক্যান?
শালায় কয় কি! চিন্তা ভাবনা ছারাই
নাকি গাড়ি চালায়, এই জন্যেইত
দুর্ঘটনা ঘটে, দে ৫০০ টেকা দে!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন