Hazrat Umar (ra.): Biography

Islamic Women

বুধবার, ৮ মে, ২০১৩

 দিগন্ত টিভির সম্প্রচার বন্ধ 


দিগন্ত টিভি বন্ধ হবার কারণ...

তখন রাত ২.৩০ মিনিট। আমি সিটি সেন্টারের সামনে। তার কিছু সামনেই কয়েক হাজার পুলিশ, র‌্যাব, বিজিবি প্রস্তুতি নিচ্ছে হামলা করার। পাচ মিনিট আগেই তারা তাদের সাজোয়া যান গুলোকে তাক করেছে মঞ্চের দিকে। তখনই বুঝা যাচ্ছিলো একটু পরেই হামলা করবে তারা। তখনই দিগন্ত টিভির ৩-৪ জন সাংবাদিকের সাথে আমার দেখা তারাও হামলার ব্যাপারটি আঁচ করতে পেরে মঞ্চের দিকে যাচ্ছিলো, তখন তাদের সাথে আমার কথা হয় এবং বলি ভিডিও করার জন্য (যদিও তারা ভিডিও করার জন্যই যাচ্ছিলো)। তার ঠিক ১০ মিনিট পর ২.৪০ মিনিটে শুরু করে তাদের পৈশাচিক আক্রমণ। আমি নিশ্চিত দিগন্ত টিভির কাছে গণহত্যার ভিডিও ফুটেজ আছে। বাসায় ফিরে রাত ৪.১৫ মিনিটে দিগন্ত টিভিতে দেখি কিছু ফুটেজ দেখাচ্ছে আর তার কিছুক্ষন পর দিগন্ত টিভির সম্প্রচারই বন্ধ। এই কাজ করে সরকার গণহত্যাকে স্বীকারই করে নিল। কিন্তু এই জালিম সরকার জানে না যুগের পর যুগ ইসলামের জন্য যারা প্রাণ দিয়েছে তাদেরকে ভিডিও দেখে অনুপ্রাণিত হতে হয় নাই, তারা অনুপ্রাণিত হতো কুরআন পড়ে, অনুপ্রাণিত হতো হাদিস পড়ে। পারবে কি তোমরা এই দুটোকে মুছে ফেলতে?

By: Muhibur Rahman [fb collected]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন