Hazrat Umar (ra.): Biography

Islamic Women

বুধবার, ১৫ মে, ২০১৩

হ্যাকিং থেকে রক্ষা পেতে শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করুন 


 বর্তমান তথ্য-প্রযুক্তির বিশ্বে আমাদের জীবন কয়েকটি শব্দের মধ্যেই সীমাবদ্ধ। আমরা তথ্য প্রযুক্তির উপর নির্ভরশীল হওয়ায় আমাদের সব তথ্য এখন কেবলমাত্র কয়েকটি শব্দের পাসওয়ার্ডের মধ্যেই সীমাবদ্ধ থাকে।
তথ্য প্রযুক্তির এই চাহিদার জন্যই আজকাল হ্যাকারদের চোখ মানুষের পাসওয়ার্ডের প্রতি। হ্যাকাররা যদি আপনার ডাটাবেসের প্রবেশাধিকার নিয়ে ফেলে, তাহলে আর কিছুই করার থাকবে না। তবে আপনি যদি একটি শক্তিশালী পাসওয়ার্ড দিয়ে রাখেন, তাহলে হয়তো হ্যাকারের এই প্রবেশাধিকার পেতে কষ্ট হবে।
আসুন এইবার জেনে নেই শক্তিশালী পাসওয়ার্ডের জন্য কোন কোন দিকে নজর দিতে হবে:
১. সাধারণ কোন ধরনের শব্দ বা বর্ণ ব্যবহার করবেন না।
২. ডিকশনারি শব্দ ব্যবহার থেকে বিরত থাকুন।
৩. কোন কিছুর নাম ব্যবহার করবেন না।
৪. আপনার নাম ব্যবহার থেকে বিরত থাকুন।
৫. পাসওয়ার্ড শব্দটি ব্যবহার থেকে বিরত থাকুন।
৬. শব্দ এবং নাম্বারের সংমিশ্রণে শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করুন।
৭. বিভিন্ন ধরনের সাঙ্কেতিক চিহ্ন, যেমন-@,#,৳ ইত্যাদি ব্যবহার করুন।
৮. কম সংখ্যার পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মোটামুটি ১৫ সংখ্যার মত পাসওয়ার্ড ব্যবহার করা ভালো।
৯. আপনার বন্ধু-বান্ধব অথবা পরিবারের কারো নাম পাসওয়ার্ডে ব্যবহার করবেন না।
১০. বেশ কিছুদিন পরপর পাসওয়ার্ড পরিবর্তন করুন।
সুতরাং আপনি আপনার পাসওয়ার্ডের প্রতি নজর রাখবেন বলে আশা করা যাচ্ছে। তাছাড়া শক্তিশালী পাসওয়ার্ডের জন্য কিছু সাইট রয়েছে। যেমন- স্ট্রং পাসওয়ার্ড। সেখান থেকে আপনি ইচ্ছা করলে শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করতে পারবেন। 
[ টেক নিউস ]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন