ইথারে ইথারে শুনি ইসলামের জয়গান ,,,,,( ব্রিটিশ টেলেভিসনে প্রথম আযান প্রচার )
ব্রিটেনের ইতিহাসে এই প্রথম কোন মেইনস্ট্রিম টিভি ষ্টেশন আযান সম্প্রচারের ঘোষণা দিয়েছে। গত সোমবার ব্রিটেনের মেইনস্ট্রিম টিভি স্টেশন চ্যানেল ফোর এবারের রমজানে আযান সম্প্রচার করবে বলে ঘোষণা দেয়। চ্যানেলটির প্রধান দাবী করেন যে, ব্রিটেনে ২.৮ মিলিয়ন মুসলমান রমজানে রোযা পালন করে থাকে। আযান সম্প্রচার-এর মাধ্যমে ব্রিটেনে মুসলমানদের প্রতি নেতিবাচক ধারনা বদলে দেয়াই এর মূল লক্ষ্য। তিনি আরো বলেন যে, সবাইকে বুঝতে হবে যে ইসলামে কোন সন্ত্রাসবাদের কোন স্থান নেই।
চ্যানেল ফোর হাসিন রাসুলের পরিচালনায় ৩ মিনিটের একটি অনুষ্ঠান প্রচার করবে আগামী মঙ্গলবার থেকে। এরপর প্রতি ওয়াক্ত নামাযের সময় ২০ সেকেন্ডের আযান সম্প্রচার করবে। ব্রিটেনের ইতিহাসে এই প্রথম কোন মেইনস্ট্রিম টিভি চ্যানেল এরকম উদ্যোগ নিয়েছে।
মুসলিম কাউন্সিল অব ব্রিটেন সহ সকল মুসলিম এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছে যে, এ উদ্যোগ সংখ্যালঘু মুসলিমদের জন্য একটি সুসংবাদ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন