Hazrat Umar (ra.): Biography

Islamic Women

মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৩

আপনি দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বই করতে পারেন

আপনি দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বই করতে পারেন 

  
আপনার স্কুল পড়ুয়া সন্তানটি হয়ত বছরের প্রথম দিনই হাতে নতুন বই পেয়ে গেছে৷ তাই আপনি অনেক ভাগ্যবান৷ কিন্তু একবার ভাবুন তো, যে পিতামাতার সন্তান দৃষ্টিপ্রতিবন্ধী, তারা এখনো বই পায়নি৷ আপনি কি তাদের দুঃখটা উপলব্ধি করতে পারছেন?
চাইলে আপনি নিজেই এসব হতভাগা মা-বাবা ও তাদের সন্তানদের পাশে এসে দাঁড়াতে পারেন৷ পারেন তাদের জন্য ব্রেইল পদ্ধতির বই প্রকাশে সহায়তা করতে৷ 

এ লক্ষ্যে কয়েকদিন আগে ফেসবুকে একটি গ্রুপ তৈরি হয়েছে যার নাম ‘বাংলাব্রেইল'৷ এর মাধ্যমে স্বেচ্ছাসেবকরা পাঠ্যপুস্তকগুলোর টেক্সট ইউনিকোডে রূপান্তরিত করছে৷ এরপর সেটা ব্রেইল প্রিন্টার থেকে প্রকাশ করা হবে৷ পাশাপাশি চলছে অডিওবুক তৈরির কাজও৷
ফেসবুক গ্রুপ থেকে জানা যায়, স্কুলের অনেক বইয়ের সফটকপি নেই, নেই ইউনিকোডও৷ ফলে সেগুলো ব্রেইল আকারে প্রকাশ করা যাচ্ছে না৷ এজন্য প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে বইগুলোর টেক্সট ইউনিকোডে রূপান্তর করা, অর্থাৎ কম্পিউটারে টেক্সটগুলো টাইপ করে দেয়া৷
ইতিমধ্যে অনেক স্বেচ্ছাসেবক কাজ শুরু করে দিয়েছেন৷ গ্রুপ থেকে জানানো হয়েছে, কাজ চলছে দ্রুতগতিতে৷ এভাবে বইগুলো টাইপ করা শেষ হলে পরবর্তীতে সেগুলো ডঃ মুহাম্মদ জাফর ইকবালের তৈরি ব্রেইল প্রিন্টার থেকে প্রকাশের ব্যবস্থা নেয়া হবে৷
চাইলে আপনিও সেখানে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ শুরু করতে পারেন৷ টাইপ করে অথবাঅডিও ফাইল তৈরি করে৷ বইগুলো অনলাইনে পাওয়া যাওয়ায় যারা দেশের বাইরে আছেন তারাও একাজে সহায়তা করতে পারেন৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন