নক্ষত্র তৈরির কারখানা আবিষ্কৃত!
জ্যোতির্বিজ্ঞানীরা সম্প্রতি পৃথিবী থেকে ১২.৮ বিলিয়ন আলোকবর্ষ দূরে এমন এক বিশাল গ্যালাক্সির সন্ধান পেয়েছেন, যেটি বছরে প্রায় তিন হাজার সূর্য বা নক্ষত্রের জন্ম দেয়। বিজ্ঞানীরা মিল্কিওয়ের চেয়ে দু’হাজার গুণ বেশি উৎপাদনক্ষম নক্ষত্র তৈরির এই কারখানার নাম দিয়েছে HFLS3।
এই গ্যালাক্সি প্রমাণ করেছে, বিগ ব্যাংয়ের মাত্র ৮৮০ মিলিয়ন বছর পরই প্রচণ্ড বিস্ফোরণের মাধ্যমে নক্ষত্র গঠিত হয়েছে। বর্তমানে মহাবিশ্বের বয়স ১৩.৭ বিলিয়ন বছর। কর্নেল ইউনিভার্সিটির জ্যোতির্বিদ ডমিনিক রিশের জানান, এটিই তাদের এযাবৎকালের দূরতম গ্যালাক্সির বিশদ সন্ধান লাভ।
সূর্য বা নক্ষত্রের জন্ম হয় গ্যালাক্সিতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস সমৃদ্ধ ধুলোমেঘ থেকে। মহাজাগতিক ধূলি ও গ্যাসের সংমিশ্রণের ফলে প্রবল সংঘর্ষ ঘটে এবং নিজেদের মহাকর্ষ বলের প্রভাবে মেঘ সংকুচিত হতে থাকে। মেঘের আকার যত বেশি হয় মহাকর্ষ বলের পরিমাণও ততো বেশি হয়। বলের প্রভাবে মেঘ সংকুচিত হতে থাকে। এর ফলে কেন্দ্রের বস্তুগুলো উত্তপ্ত হতে থাকে। এ প্রক্রিয়ায় মেঘ প্রথমে প্রোপোস্টার এবং পরে নক্ষত্রে পরিণত হয়। মেঘ যখন প্রোটোস্টারে পরিণত হয়, তখন তা আরও ধূলি ও গ্যাস জড়ো করতে থাকে। পরবর্তীতে এগুলো ছড়িয়ে পরে এবং পর্যায়ক্রমে গ্রহ, উপগ্রহ, গ্রহাণু, ধূমকেতু, উল্কায় পরিণত হয়।
এইচএফএলএস৩-এর আবিষ্কারক জ্যোতির্বিজ্ঞানীরা জানান, বর্তমানের এ গ্যালাক্সিটি বিপুল পরিমাণ গ্যাসের আধার, যা থেকে বছরে তিন হাজার করে সূর্য তৈরি হচ্ছে। বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করেন, গ্যালাক্সিটিতে সূর্যের ভরের মতো প্রায় ৪০ বিলিয়ন গুণ বেশি ভর এবং গ্যাস ও ধূলি রয়েছে সূর্যের ভরের ১০০ বিলিয়ন গুণ বেশি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন