ভাইরাস আক্রমন করতে পারে চার্জারের মাধ্যমেও!
নকল চার্জার ব্যবহারের মাধ্যমে সংক্রমিত হতে পারে ভাইরাস। অ্যাপলের পোর্টেবল ডিভাইস সম্প্রতি সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, বিষয়টি নিয়ে অ্যাপলকে সতর্ক হবার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা গবেষকরা।
অ্যাপলের তৈরি পোর্টেবল ডিভাইসের তালিকায় রয়েছে আইফোন, আইপ্যাড এবং আইপড। এর সবগুলো ডিভাইসই চলে আইওএস অপরেটিং সিস্টেমে।
জর্জিয়া ইন্সটিটিউট অফ টেকনোলজির একটি দল নকল চার্জার ব্যবহারের মাধ্যমে আইওএসকে ভাইরাস সংক্রমিত করতে সক্ষম হন। দলটি ম্যালওয়ারযুক্ত নকল চার্জারটি নির্মাণে ‘বিগলবোর্ড’ ব্যবহার করে বলে জানিয়েছে বিবিসি। এ রকম নকল চার্জার তৈরি করতে তাদের খরচ পড়ে মাত্র ৪৫ ডলার।
এই নকল চার্জারের বিগলবোর্ডে থাকা ছোট কম্পিউটারটি আইওএস-এর সঙ্গে যুক্ত হওয়ার পর মূল কম্পিউটারের সঙ্গে সংযোগ স্থাপন করে এবং সেখান থেকে ম্যালওয়্যার আইওএস অপারেটিং সিস্টেমে প্রবেশ করায়।
নিরাপত্তা গবেষকরা জানান, সব আইওএস পরিচালিত যন্ত্রই ভাইরাস আক্রমণের শিকার হতে পারে নকল চার্জারের মাধ্যমে।
তবে গবেষকরা জানিয়েছেন, অ্যাপলের নিরাপত্তা ব্যবস্থায় এ রকম ম্যালওয়ারযুক্ত প্রোগ্রাম ও অ্যাপ ইন্সটল বন্ধ করার উপায় রয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন