স্ট্রোকের প্রাথমিক চিকিত্সা হিসেবে ব্যবরিত হবে স্টেম সেল
স্ট্রোক করা ইঁদুরকে স্ট্রোকের ত্রিশ মিনিটের মধ্যে স্টেম সেল ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করা হলে তা পনের দিনের মধ্যে প্রায় স্বাভাবিক অবস্থার মস্তিষ্কের কর্মক্ষমতা ফিরে পায়। বলিভিয়ান গবেষকেরা ধারণা করেন যে এই নতুন পদ্ধতি মানুষের ক্ষেত্রেও কার্যকর হবে। এক্ষেত্রে বর্তমানে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে স্ট্রোক পরবর্তী “সুবর্ণ সময়ে” জমাট খোলার বিভিন্ন ধরণের ওষুধ ব্যবহার করা।
Stem cell research and therapy নামক জার্নালে প্রকাশিত এই গবেষণাপত্র ও অন্যান্য গবেষণা এই দিকেই নির্দেশ করে যে স্ট্রোকের রোগীদের চিকিৎসায় স্টেম সেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। দেহের কোষসমূহের ক্ষত মেরামত করতে স্টেম সেল অগ্রণী ভূমিকা পালন করতে পারে। সাম্প্রতিক পরীক্ষা মানুষকে আশার বাণী শুনাচ্ছে।এ ক্ষেত্রে স্টেম সেলের অনুপ্রবেশের পর স্ট্রোকের উপসর্গ হ্রাস পেয়েছে।
লা পায হাসপাতালের এক দল বলিভিয়ান গবেষকেরা চর্বি ও মেরুরজ্জু থেকে এক ধরনের স্টেম সেল নিষ্কাশন করেন। অতঃপর তারা কৃত্রিমভাবে ইঁদুরদের স্ট্রোক করানোর কিছুক্ষণের মধ্যে এ কোষ তাদের দেহে অনুপ্রবেশ করান।যদিও এ অনুপ্রবেশিত কোষ মস্তিষ্কের আক্রান্ত স্থানে যেতে দেখা যায়নি, তবুও এ ইঁদুরগুলোর অবস্থা অন্য যে সকল ইঁদুরে স্টেম সেল দেয়া হয়নি তাদের চেয়ে ভাল ছিল।২৪ ঘণ্টার মধ্যে তারা দ্রুত আরোগ্য লাভের দিকে এগিয়ে যাচ্ছিল। আর দুই সপ্তাহের মধ্যে তারা আচরণের পরীক্ষায় প্রায় স্বাভাবিক আচরণ করে।
গবেষকেরা বলেন, কলার বৈশিষ্ট্যমূলক শৃঙ্খল বিক্রিয়ার মাধ্যমে ক্ষতি স্ট্রোকের কারণ হয়ে দাড়ায়। প্রাথমিক ক্ষতির কারণে ক্ষতিগ্রস্ত এলাকার আশেপাশের কোষেরও ক্ষতি হয়। প্রাথমিক পর্যায়ে যদি এই স্টেম সেলের প্রয়োগ করা হয় তবে এই বিক্রিয়া বাধাগ্রস্থ করা যেতে পারে। ড. এক্সুপেরিও ডিএজ-তেজেডর এই গবেষণার নেতৃত্ব দেন। তার ভাষ্যমতে, “স্টেম সেল এর প্রয়োগের ফলে আরোগ্য লাভে উন্নতি হয়।তবে এ ক্ষেত্রে স্টেম সেলের কার্যকারিতা এর উৎসের উপর নির্ভর নয়। ইহা মানুষের ক্ষেত্রে ব্যবহারের সময় উপকারী হবে বলে ধারণা করা হচ্ছে।
প্রচুর পরিমাণে থাকা এবং কোনোরূপ সার্জারি ব্যতীত সহজে এই সব এডিপোস(চর্বি)হীনকোষ সংগ্রহ করা সম্ভব”। এখন সপ্তাহ কিংবা ঘণ্টার মধ্যে নয়, ক্ষতিসম্পন্ন হবার কয়েক মিনিটের মধ্যে চিকিৎসার জন্য ব্যবহার করা সম্ভব হয়।কারণ শুধুমাত্র ইঁদুর নয়,অন্যান্য প্রাণীদের দেহ থেকে সহজে সংগ্রহ করে কালচার করা সম্ভব এই সব “এলোজেনিক” কোষ। তারা বলেন, “চিকিৎসীয় পরিভাষার দিক থেকে এলোজেনিক স্টেম সেল সুবিধাজনক। কারণ এইসব কোষ তরুণ স্বাস্থ্যবান দাতাদের কাছ থেকে এ কোষ সংগ্রহ করে তা সম্প্রসারণ ও সঞ্চয় করে স্ট্রোক পরবর্তী প্রয়োজনের সময়ে ব্যবহার করা যেতে পারে”। তাদের প্রস্তাব করেন যে মানুষের ক্ষেত্রে দাতা কোষের অনাক্রম্য অগ্রাহ্যতার ঝুঁকি কাটিয়ে উঠা হয়ত সম্ভব। তবে স্ট্রোক অ্যাসোসিয়েশন এর একজন ভাষ্যকারের মতে নিকট ভবিষ্যতে এই পদ্ধতি মানুষের জন্য ব্যবহার সম্ভব হবেনা। ড. ক্লেইর ওয়াটসন বলেন, “স্ট্রোকের গবেষণার ক্ষেত্রে স্টেম সেল অত্যন্ত আকর্ষণীয় একটি ক্ষেত্র।স্ট্রোক হতে উত্তরণের জন্য এই গবেষণা অগ্রণী ভূমিকা পালন করতে পারে।তবে মানুষের ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহারের জন্য আরও অনেক গবেষণা প্রয়োজন”।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন