A Nice Comment from Facebook
Banglaboipora
Ronyruzzaman Sarker মৌলবাদীমিডিয়া প্রচার করে থাকে মুসলমানরা চরমপন্হী । মিডিয়া এখন মুসলিমদের মৌলবাদী বলে।
মৌলবাদী শব্দের অর্থ কি?
মৌলবাদী শব্দের অর্থ হল যে কোন নির্দিষ্ট বিষয় বস্তুর মুলনীতি গুলো মেনে চলা।যদি কোন লোক বিজ্ঞানী হতে চায় তাহলে তাকে বিজ্ঞানের মুলনীতি গুলো মেনে চলতে হবে যদি সে বিজ্ঞানে বিষয়ে মৌলবাদী না হয় তা হলে সে বিজ্ঞানী হতে পারবে না।যদি কোন লোক গনিতজ্ঞ হতে চায় তাহলে তাকে গনিতের মুলনীতি গুলো মেনে চলতে হবে যদি সে গনিতের বিষয়ে মৌলবাদী না হয় তা হলে সে গনিতজ্ঞ হতে পারবে না।
সব মৌলবাদীকেই আপনি এক কাঠীতে মাপতে পারবেন না যে তারা সবাই ভাল বা সবাই খারাপ।একজন মৌলবাদী ডাকাত সে ডাকাতি করে সে সমাজের জন্য ক্ষতিকর আরঅন্যদিকে একজন মৌলবাদী ডাক্তার যে লোকদের জীবন বাচায়।সে সমাজের জন্য উপকারি।সব মৌলবাদীকে আপনি এক মাপকাঠিতে মাপতে পারবেন না।আপনাকে দেখতে হবে সে কোন ক্ষেএে মৌলবাদী ।
অয়েবস্টার ডিকশনারি পড়লে দেখতে পারবেন মৌলবাদী শব্দটি প্রথমে ব্যাবহার করেছে প্রোটেস্ট্যান খ্রিষ্টানদের বুঝাতে।যদি আপনারা অক্সফোর্ড ডিকশনারি পড়লে দেখতে পারবেন বল হয়েছে মৌলবাদী একজন ব্যক্তি যে ধর্মের প্রাচীন নিয়ম গুল কঠোর ভাবে মেনে চলে।তবে আপনারা নতুন অক্সফোর্ড ডিকশনারি দেখেন দেখবেন সেখানে কিছুটা পরিবর্তন করা হয়েছে বলা হয়েছে মৌলবাদী একজন ব্যক্তি যে ধর্মের প্রাচীন নিয়ম গুলো কঠোর ভাবে অনুসরন করে বিষেশ ভাবে মুসলমান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন