বুধবার আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় 'মহাসেন'
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ প্রকাশিত বুলেটিনে বলা হচ্ছে, মঙ্গলবার সকাল ছ’টা পর্যন্ত চট্টগ্রাম বন্দর থেকে ১,২৩০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল ঘূর্ণিঝড় 'মহাসেন'।
কক্সবাজার থেকে এটির দূরত্ব ছিল ১,১৬০ কিলোমিটার আর মংলা বন্দর থেকে ১,১৩৫ কিলোমিটার।
উপকূলীয় এলাকাগুলোতে এখন চার নম্বর সতর্কতা সংকেত অনুসরণ করতে বলছে আবহাওয়া দপ্তর।আবহাওয়া দপ্তর আরও জানাচ্ছে, ঘূর্ণিঝড়টি আরও ঘনীভূত হতে পারে এবং ক্রমে উত্তরদিকে সরে যাচ্ছে।
চট্টগ্রাম থেকে বিবিসি বাংলার সংবাদদাতা মীর সাব্বির জানাচ্ছেন, আগামীকাল বুধবার বাংলাদেশের উপকূলে এই ঝড়টি আঘাত হানার একটি সম্ভাবনার কথা সেখানকার আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা তাকে জানিয়েছেন।
তবে ঝড়টি বাংলাদেশে আঘাত হানবে কিনা সেটা এখনো স্পষ্ট না।
সংবাদদাতা আরও জানান, চট্টগ্রামের আবহাওয়ায় ঝড়ের কোনও সুস্পষ্ট ছাপ না থাকলেও মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ বিরাজ করছে।
এরই মধ্যে অধিবাসীরা শুকনো খাবার, কেরোসিন, মোমবাতি ইত্যাদি সংগ্রহ করতে শুরু করেছে।
এদিকে সরকারের তরফ থেকেও ঘূর্ণিঝড় মোকাবেলার যথেষ্ট উদ্যোগ চোখে পড়েছে।
চট্টগ্রামে সব সরকারী কর্মকর্তার ছুটি এরই মধ্যে বাতিল করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন