শীঘ্রই বাজারে আসছে Walton Primo H2
(প্রিয় টেক) Walton একটি মানসম্মত ইলেক্ট্রনিক পণ্য তৈরিকারক দেশী ব্র্যান্ড। দেশী ব্র্যান্ড হবার কারণে Walton কে পণ্য আমদানি করার জন্য শুল্ক পরিশোধ করতে হয়না যার কারণে ওয়াল্টনের উচ্চমানসম্পন্ন মোবাইল আর স্মার্টফোনের দাম স্যামসাং, নোকিয়া ইত্যাদি বিদেশী ব্রান্ডের চেয়ে তুলনামূলক ভাবে অনেক কম। এ কারণে ওয়ালটন মোবাইলের বাজারে অল্প সময়েই বেশ জনপ্রিয়তা লাভ করতে সক্ষম হয়। কিছুদিন আগে বাজারে আসলো Walton Primo H1 and Primo X1. এ নিয়ে ক্রেতাদের মাতামাতি কম ছিলনা। রিলিজ হবার প্রথম দিন ওয়ালটনের বসুন্ধরা শাখায় ক্রেতাদের ছিল উপচে পড়া ভিড়।
এবার Walton শিগ্রই বাজারে আনছে Walton Primo H2. এতে থাকছে ৪.৫ ইঞ্চি মাল্টিটাচ ডিসপ্লে, অ্যান্ড্রয়েড জেলি বিন অপারেটিং সিস্টেম, ৮ মেগাপিক্সেল ক্যামেরা, ৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ১.২ গিগাহার্জ quad core প্রসেসর সহ বেশ কিছু অ্যাডভান্সড আর লেটেস্ট ফিচার। স্পেসিফিকেশন সম্পর্কে আরো জানতে এবং রিলিজ ডেট সম্পর্কে জানতে যেতে পারেন এই পাতায় - Walton Primo H2 Price & Specification.
[ টেক নিউস ]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন