Hazrat Umar (ra.): Biography

Islamic Women

শনিবার, ১১ মে, ২০১৩


জঙ্গি মৌলবাদ দমনে আমেরিকার সহায়তা প্রয়োজন : শাহরিয়ার কবীর 



বাংলাদেশের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি , অসাম্প্রদায়িক সক্রিয়বাদী , মানবাধিকার কর্মী  লেখক ও চলচ্চিত্র নির্মাতা শাহরিয়ার কবীর জিহাদের উপর যে ত্রয়ী চলচ্চিত্র নির্মাণ করছেন , তার প্রথম দুটি এরই মধ্যে বাংলাদেশে এবং বিদেশে প্রদর্শিত হয়েছে। প্রথম ছবিটির নাম দ্য পোট্রেইট অফ জিহাদ , যেখানে বাংলাদেশের ভেতরে উগ্র ইসলামপন্থিদের কার্যকলাপ দেখানো হয়েছে । আর তার দ্বিতীয় ছবিটির নাম জিহাদ উইথাউট বর্ডার , যেখানে তিনি মূলত আলোকপাত করেছেন পাকিস্তানে ধর্মীয় মৌলবাদিদের  জঙ্গি রূপ সম্পর্কে। এই ছবিটি কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে প্রদর্শিত হয়। ওয়াশিংটন ডিসিতে এই ছবির প্রদর্শনীর পর ভয়েস অ আমেরিকাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি জজিহাদের ওপর চলচ্চিত্র  নির্মাণের কারণ সম্পর্কে শাহরিয়ার কবির বলেন  যে আজকে ধর্মের নামে যে সন্ত্রাস , সেটি ইসলামই হোক কিংবা অন্য কোন ধর্ম, সেটি বিশ্ব সভ্যতার জন্যে বড় রকমের হুমকি হয়ে দাঁড়িয়েছে । বিভিন্ন দেশে গণতন্ত্রের অগ্রযাত্রা , আর্থ-সামজিক অগ্রগতি  এবং সভ্যতার নিদর্শনগুলো সব কিছুর জন্যে একটা বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তিনি মনে করেন যে জঙ্গি জিহাদিদের একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক রয়েছে এবং এর বিরুদ্ধে কাজ করা প্রয়োজন।

শাহরিয়ার কবির আরও বলেন যে বাংলাদেশ , পাকিস্তান কিংবা ইন্দোনেশিয়া , মিশর কিংবা তুরস্ক যে রাষ্ট্রের কথাই বলুন না কেন , এই ছবিগুলো নির্মাণের ভেতর দিয়ে তিনি চেষ্টা করছেন সেই সব দেশের প্রতিরোধ আন্দোলনগুলোকে সমন্বিত করার। আর এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গেও সম্পর্কিত। তিনি বলেন যে রাজনৈতিক ইসলামের চরম রূপ দেখেছে বাংলাদেশের মানুষ  ১৯৭১ সনে। জামায়েতে ইসলামি যদি ও নিজেকে একটি নিয়মতান্ত্রিক গণতন্ত্রী দল হিসেবে মনে করে , শাহরিয়ার কবির বলেন যে  সেই ১৯৪১ সালে  প্রতিষ্ঠালগ্ন থেকে দলটি গণতন্ত্রের বিরোধীতা করে আসছে, শারিয়া আইন প্রচলনের চেষ্টা করছে। তিনি পাকিস্তান পর্ব ও বাংলাদেশের স্বাধীনতার পরেও জামায়াতে ইসলামির কর্মকান্ডের বিশ্লেষণ করে বলেন যে তাঁর মতে দলটি গণতন্ত্র বিরোধী। তিনি বলেন যে পশ্চিমে যে ইসলাম সম্পর্কে এক ধরণের নেতিবাচক ধারণা হয়েছে , সেটা প্রধানত জামায়াতে ইসলামি এবং তাদের সহযোগী জঙ্গি মৌলবাদের কারণে। তিনি বলেন , ইসলাম শান্তির ধর্ম এবং ইসলামে জঙ্গিবাদের কোন স্থান নেই কিন্তু জঙ্গিরা ইসলামকে কলুষিত করছে।তিনি বলেন যে সৌদি আরব এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আই এস আই যতদিন পর্যন্ত জিহাদ রপ্তানি করবে , ততদিন পর্যন্ত বাংলাদেশের পক্ষে একা সেটা মোকাবিলা করা কঠিন হবে । তিনি মনে করেন এ ব্যাপারে যুক্তরাষ্ট্র মূখ্য ভূমিকা রাখতে পারে । তাই আমেরিকার জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ , সেটি পুনর্মূল্যায়নের সময় এসছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন