অগ্নী টর্নেডো
১৪০০ বৎসর আগে আল-কোরআনে আল্লাহ তায়ালা নাযিল করেছিলেন এই আয়াত;
”তোমাদের কেউ পছন্দ করে যে, তার একটি খেজুর ও আঙ্গুরের বাগান হবে, এর তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে, আর এতে সর্বপ্রকার ফল-ফসল থাকবে এবং সে বার্ধক্যে পৌছবে, তার দুর্বল সন্তান সন্ততিও থাকবে, এমতাবস্থায় এ বাগানের একটি ঘূর্ণিবায়ু আসবে, যাতে আগুন রয়েছে, অনন্তর বাগানটি ভষ্মীভূত হয়ে যাবে? এমনিভাবে আল্লাহ তা’আলা তোমাদের জন্যে নিদর্শনসমূহ বর্ননা করেন-যাতে তোমরা চিন্তা-ভাবনা কর।” (আল বাক্বারাহ, আয়াত ২৬৬)এবার ছবিটি দেখুন। এটি ২০০৩ সালে অষ্ট্রেলিয়ার ক্যানবেরা নামক স্থানে একটি ”অগ্নি টর্ণেডো” এর সময় তোলা। এই অগ্লি টর্ণেডোটি কিভাবে হল বা এর উৎসস্থল কি তা নিয়ে বিজ্ঞানীর এখন পর্যন্ত গবেষনা করে কোন সদোত্তর দিতে পারেনি। অথচ, ১৪০০ বছর আগে আল্লাহ কোরআন পাকে এ ধরনের ঘটনার কথা উল্লেখ করে রেখেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন