Hazrat Umar (ra.): Biography

Islamic Women

বুধবার, ১৫ মে, ২০১৩


ঘুর্নিঝর মহাসেনর গতি কমেছে ... 


 ঘূর্ণিঝড় মহাসেনের গতি কমেছে বৃহস্পতিবার দুপুর নাগাদ উপকূলীয় এলাকায় মহাসেন আঘাত হানতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. শাহ আলম। এর আগে তিনি সকাল নাগাদ মহাসেনের আঘাত হানার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছিলেন। রাত সোয়া ১২টার আপডেট অনুযায়ী, ‘মহাসেন’ মংলা থেকে ৪৪৫ কি. মি., কক্সবাজার থেকে ৫শ’ কি. মি এবং চট্টগ্রাম থেকে ৫৫৫ কি. মি. দূরে অবস্থান করছে।

তিনি ‍জানান, ঝড়টি ১৬ মে দুপুর নগাদ পটুয়াখালী (খেপুপাড়া), টেকনাফ উপকূলের মধ্যে দিয়ে চট্টগ্রাম ও কক্সবাজার উপকূল অতিক্রম করতে পারে।
বাতাসের গতিবেগ ঘণ্টায় একশ’ কিমি থাকায় চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে বর্তমানে ৭ নম্বর ও মংলা সমুদ্র বন্দরে ৫ নম্বর বিপদ সঙ্কেত বহাল রয়েছে বলেও জানান তিনি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন