অ্যামাজনের থ্রিডি স্মার্টফোন
অনলাইন পণ্য বিক্রেতা অ্যামাজন থ্রিডি স্মার্টফোন বানানোর কাজ করছে এমন গুজব শোনা যাচ্ছিলো গত এক বছর ধরে। সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনের ভিত্তিতে সিএনএন জানিয়েছে, অ্যামাজন সত্যিই বানাচ্ছে থ্রিডি স্মার্টফোন।
প্রতিবেদনে বলা হয়েছে, অ্যামাজন বাজারে বিভিন্ন ধরনের পণ্য আনার পরিকল্পনা করেছে। এতে অন্তর্ভুক্ত আছে দুটি স্মার্টফোন, যার একটিতে আছে থ্রিডি স্ক্রিন। এবং এতে থ্রিডি স্মার্টফোনের বিশেষ চশমার প্রয়োজন হবে না এবং ব্যবহারকারী চোখ নড়াচড়ার মাধ্যমে চালাতে পারবেন এটি।
ব্লুমবার্গ বিজনেস উইক জানিয়েছে, স্মার্টফোন ছাড়াও অ্যামাজন একটি ডিভাইসে স্ট্রিমিং মিউজিক এবং একটি সেট-টপ বক্স তৈরি করছে। তবে অ্যামাজন তাদের নতুন প্রোডাক্ট কিন্ডল ই-রিভার এবং ট্যাবলেট বাজারে না আসা পর্যন্ত এ বিষয়ে সম্ভবত কিছু বলবে না।
গত বছর অ্যামাজনের সিইও জেফ বেজোস বলেছিলেন, অ্যামাজন আগামী বছরে নতুন পণ্য আনার পরিকল্পনা করছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন