পাসওয়ার্ড মুখস্ত এর ঝামেলা আর নয়
ইন্টারনেট ব্রাউজিং এর সময় আমাদের পরিচয় ও নিরাপত্তা নিশ্চিত করতে ওয়েবসাইটগুলোতে পাসওয়ার্ড ব্যবহার করতে হয়। এই পাসওয়ার্ডগুলো অনেক দীর্ঘ হয় এবং বিভিন্ন বর্ণ ও সংখ্যার মিশ্রণ থাকে।তাছাড়া নিরাপত্তার জন্য আমরা বিভিন্ন ওয়েবসাইটে সবসময় ভিন্ন পাসওয়ার্ড ব্যবহার করে থাকি। এই পাসওয়ার্ডগুলো সবসময় টাইপ করার পাশাপাশি মনে রাখাটাও কষ্টকর ব্যাপার। মাঝেমাঝেই আমরা পাসওয়ার্ড ভুলে যাই। পাসওয়ার্ড রিকভারি নামে ঝামেলাপূর্ন একটা ব্যবস্থা থাকলেও সিকিউরিটি কোশ্চেন মনে না থাকলে পাসওয়ার্ড পুনরুদ্ধার সম্ভব হয় না। মোটকথা অনেক সময় অনেক প্রয়োজনীয় তথ্য হারিয়ে যায়। তাই ইউজারদের অসুবিধার কথা চিন্তা করে সার্চইঞ্জিন জায়ান্টখ্যাত গুগল কম্পানি পাসওয়ার্ড এর পরিবর্তে আইডি রিং নামে সহজ এবং ঝামেলা মুক্ত বিকল্প ব্যবস্থা চালু করার পরিকল্পনা করছে। এই প্রযুক্তিতে পাসওয়ার্ডের পরিবর্তে টোকেন ব্যবহার করে ইউজারকে সনাক্ত করা হবে। টোকেন হিসেবে স্মার্টফোন থেকে শুরু করে নারীর অলংকারও ব্যবহার হরা যাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন